Wellcome to National Portal
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

প্রকৌশলী সেবা সমূহ

1) উপজেলা, ইউনিয়ন ও গ্রামীন সড়ক নির্মান। 2) উপজেলা, ইউনিয়ন ও গ্রামীন সড়কে উপর ব্রীজ, কালভার্ট 3) বার্ষিক মেরামত কর্মসূচীর আওতায় সড়ক সমূহের ছোট বড় মেরামতের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা নিরবিচ্ছিন্ন রাখা । 4)কৃষিপন্যের বিপনন ব্যবস্থা সম্প্রসারনের জন্য গ্রোথ সেন্টারের অবকাঠামো উন্নয়ন ।5) ইউনিয়ন পরিষদ ভবন নির্মান, ইউনিয়ন পরিষদ সংযোগকারী সড়ক ও সেতু উন্নয়ন । 6)নির্বাচিত গনপ্রতিনিধিদের দক্ষতা বৃদ্ধিকল্পে প্রশিক্ষন প্রদান । 7)পল্লী সড়ক ও কালভার্ট কর্মসূচীর আওতায় দরিদ্র জনগোষ্টির কর্মসংস্থান 8)পিইডিপি-2 সহ সরকারী অর্খায়নে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বিদ্যালয়ের অবকাঠামো নির্মাণ ও পুন নির্মান । 9) চর ও উপকূলীয় অঞ্চলে সাইক্লোন সেন্টার ও কিল্লা নির্মাণ । 10)সেচ ব্যবস্থা নিশিচত করণের মাধ্যমে কৃষি ব্যবস্থার উন্নয়ন । 11)জেন্ডার উন্নয়নে নারীর আত্ন কর্মসংস্থান ওক্ষমতায়নে অবকাঠামো নির্মন সহ প্রশিক্ষন প্রদান । 12)আরইআরএমপি প্রকল্পের আওতায় দরিদ্র জনগোষ্টির মাঝে আয় বর্ধক কর্মসংস্থান মূলক প্রশিক্ষন প্রদান । 13)আইভিআইডিপি ও এসএসডব্লিউআরডিএসপি প্রকল্পের আওতায় সমিতি গঠন করে এলাকার আর্থ- সামাজিক উন্নয়ন ।